সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে ইস্টার্ন ব্যাংক পিএলসির চেয়ারম্যানের নামে ৮০০০ কোটি টাকা আত্মসাতের খবর প্রকাশিত হয়েছে। তবে চেয়ারম্যান ওই খবরকে ‘পুরোপুরি মিথ্যা, মনগড়া ও বানোয়াট’ বলে দাবি করেছেন।
এক বিবৃতিতে তিনি জানান, “সম্প্রতি কিছু অনলাইন নিউজ পোর্টাল, সংবাদমাধ্যম ও টিভি চ্যানেল আমার নাম জড়িয়ে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এ খবরগুলো অনভিপ্রেত ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এসব খবরের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি বলেন, “আমার বিরুদ্ধে যে ৮০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি আশির দশক থেকে বাংলাদেশে ব্যবসা করছি। এ দেশের অর্থনীতিতে ব্যাংকিং, বীমা, শিপ রিসাইক্লিং, চা, সিরামিক্স, আবাসন ও লজিস্টিকস খাতে আমার বিনিয়োগ রয়েছে। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পেরে আমি গর্বিত।”
ইবিএল চেয়ারম্যান আরও জানান, “৪০ বছরেরও বেশি সময় ধরে ব্যবসায় জড়িত থাকলেও কখনো কোনো ব্যাংক থেকে একটি টাকাও আত্মসাৎ করিনি। কোনো ঋণ একদিনের জন্যও ওভারডিউ হয়নি, পুনঃতফসিলিকরণ বা সুদ মওকুফের আবেদনও করিনি। বরং সব ঋণই নির্ধারিত সময়ের আগেই পরিশোধ করেছি।”
তিনি প্রশ্ন তুলেছেন, “যদি আমার কোনো খেলাপি ঋণ না থাকে, তবে কোন টাকা আত্মসাৎ করেছি? একজন বড় ব্যবসায়ী হিসেবে ব্যাংক হিসাবে ৮০০০ কোটি টাকার লেনদেন স্বাভাবিক বিষয়। এ থেকে আত্মসাতের অভিযোগ হাস্যকর।”
এ সময় তিনি স্মরণ করিয়ে দেন, ২০১৩-১৪ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত টানা ১১ বছর তিনি, তার স্ত্রী ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে ‘সেরা করদাতা’ হিসেবে পুরস্কৃত হয়েছেন।
ইবিএল চেয়ারম্যান অভিযোগ করেন, “একটি স্বার্থান্বেষী মহল ইচ্ছাকৃতভাবে আমার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। তারা ইস্টার্ন ব্যাংক পিএলসির নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে।”
তিনি আরও বলেন, “ইস্টার্ন ব্যাংক পিএলসি একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এটি বাংলাদেশ ব্যাংকের নিয়ম-নীতি মেনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। আমাকে জড়িয়ে ইস্টার্ন ব্যাংক পিএলসি সংক্রান্ত ব্যাপারে কর্তৃপক্ষেরও কোন অভিযোগ নেই।চেয়ারম্যান জানান, সরকারের কোনো সংস্থা চাইলে তিনি স্বতঃস্ফূর্তভাবে সব ধরনের তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত।
শেষে তিনি বলেন, “আমাকে জড়িয়ে যে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে, তার পেছনে কারা আছে ব্যবসায়িক মহলের অনেকেই জানেন। আমি সবাইকে এসব মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।”

