মোহাম্মদ সামির উদ্দিন মিডল্যান্ড ব্যাংকের মালিকানাধীন অঙ্গ প্রতিষ্ঠান মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (এমডিবিএএমসি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন।
সামির উদ্দিনের পুঁজিবাজার ও ব্যাংকিং খাতে ১৪ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি সিকিউরিটিজ বাজার সম্পর্কে গভীর জ্ঞান ও বাস্তব দক্ষতা অর্জন করেছেন। এর আগে তিনি এমবিএল অ্যাসেট ম্যানেজমেন্ট-এ সিইও হিসেবে দায়িত্ব পালনকালে কোম্পানি প্রতিষ্ঠা এবং তা পরিচালনার সফল নেতৃত্ব দিয়েছেন। তিনি শাহজালাল অ্যাসেট ম্যানেজমেন্ট-এর সিইও হিসেবেও কাজ করেছেন। এছাড়া ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে ফান্ড ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ-এ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে। পরে প্রিন্সিপাল অফিসার পদে উন্নীত হন। এছাড়া তিনি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি-তেও ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে কাজ করেছেন। সামির উদ্দিনের নেতৃত্বে মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট ভবিষ্যতে আরও শক্তিশালী ও গতিশীলভাবে বাজারে পদচারণা করবে বলে আশা করা হচ্ছে।

