চলতি বছরের নভেম্বরে প্রবাসী আয়ের প্রবাহে দৃঢ় গতি দেখা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রাথমিক হিসাব অনুযায়ী, মাত্র তিন দিনে, ২০ থেকে ২২ নভেম্বর, প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২৭ মিলিয়ন ডলার রেমিট্যান্স। এই তিনদিনের আয়ের প্রবাহই প্রমাণ করছে যে বিদেশে থাকা বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে এখনও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের নভেম্বর মাসের ২২ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় ২৪.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা প্রতি ডলার ১২২ টাকার হার অনুযায়ী প্রায় ২৬ হাজার ৪৭ কোটি টাকা।
গত বছরের একই সময়ে এই প্রবাহ ছিল ১ হাজার ৭১৫ মিলিয়ন ডলার, যা বর্তমান প্রবাহের তুলনায় কম। অর্থনীতিবিদরা বলছেন, যদি এই ধারা মাসজুড়ে বজায় থাকে, তাহলে নভেম্বরে প্রবাসী আয়ের পরিমাণ ৩ বিলিয়ন ডলার ছাড়াতে পারে। এটি দেশের বৈদেশিক মুদ্রার সংগ্রহ ও বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যে বড় ভূমিকা রাখবে।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২২ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২ হাজার ২৮৪ মিলিয়ন ডলার রেমিট্যান্স। এটি গত অর্থবছরের একই সময়ে পাঠানো ১০ হাজার ৬৫৩ মিলিয়ন ডলার রেমিট্যান্সের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। অর্থাৎ, প্রবাসীদের পাঠানো অর্থ দেশে প্রবাহিত হয়ে অর্থনীতির বিভিন্ন খাতে সঞ্চয়, বিনিয়োগ ও ক্রয়ক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
বিশেষজ্ঞরা মনে করেন, রেমিট্যান্সের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের মুদ্রা বাজারকে স্থিতিশীল রাখতে সাহায্য করবে। এছাড়া এটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও বৈদেশিক মুদ্রার ঘাটতি কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

