সোনালী ব্যাংক পিএলসি কর্তৃপক্ষ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান এবং ১৪ জনের বিরুদ্ধে ড্যান্ডি ডাইং লিমিটেডের দায়ে- দায়ের করা ৪৫ কোটি টাকার ঋণ খেলাপির মামলাটি সমস্ত ঋণ পরিশোধের পর প্রত্যাহার করেছে।
বাসসকে বিষয়টি নিশ্চিত করে খালেদা জিয়ার আইনজীবী মোস্তাক আহমেদ কোয়েল জানান, ঢাকা মানি লোন কোর্ট-১ ১১ নভেম্বর আদালতে সোনালী ব্যাংক কর্তৃপক্ষের আবেদন মঞ্জুর করে আদেশ দিয়েছেন।
সোনালী ব্যাংকের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন বলেন, “কোম্পানি ব্যাংকের সঙ্গে সমস্ত ঋণ পরিশোধ করার পর আমরা মামলা প্রত্যাহারের জন্য আবেদন পেশ করি। আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন।”
মামলার নথি অনুযায়ী, ২ অক্টোবর ২০১৩ সালে সোনালী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার নজরুল ইসলাম ঢাকা মানি লোন কোর্ট-১-এ মামলাটি দায়ের করেন, যেখানে ড্যান্ডি ডাইং লিমিটেডকে ৪৫,৫৯,৩৭,২৯৫ টাকার ঋণ পরিশোধ না করার অভিযোগ করা হয়।
সহ-অভিযুক্ত আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর- ব্যাংক ৮ মার্চ ২০১৫-এ ইসলামী উত্তরাধিকার আইনের আওতায় তার মা খালেদা জিয়া, স্ত্রী শারমিলা রহমান এবং কন্যা জাফিয়া ও জাহিয়া-কে অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করার আবেদন করে। আদালত ১৬ মার্চ ২০১৫-এ আবেদন মঞ্জুর করেন।
২২ ফেব্রুয়ারি ২০১৬-এ আদালত খালেদা জিয়া ও তারিক রহমানসহ মোট ১৬ জন অভিযুক্তের বিরুদ্ধে বিষয়ভিত্তিক অভিযোগ গঠন করেন।
অভিযুক্তরা হলেন: ড্যান্ডি ডাইং লিমিটেড, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান, শারমিলা রহমান, জাফিয়া রহমান, জাহিয়া রহমান, শামস এস্কান্দার, সাফিন এস্কান্দার, সুমাইয়া এস্কান্দার, বেগম নাসরিন আহমেদ, গিয়াসউদ্দিন আল মামুন, তার স্ত্রী শাহিনা ইয়াসমিন, কাজী গালিব আহমেদ, শামসুন নাহার এবং মাসুদ হাসান।

