বাংলা কিউআর কোড ব্যবহার করে পেমেন্ট করলে মার্চেন্টের অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে অর্থ চলে যাবে। বর্তমানে এই প্রক্রিয়ায় একদিনের বিলম্ব থাকে।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ গত সোমবার একটি সার্কুলার জারি করেছে। এতে সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। সার্কুলারে উল্লেখ করা হয়েছে, ১৫ ডিসেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধতন কর্মকর্তা বলেন, “ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনা করে তাৎক্ষণিক টাকা স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে।” তিনি আরও বলেন, “১০ লাখ টাকার নিচের লেনদেন সঙ্গে সঙ্গে ট্রান্সফার হবে। ১০ লাখ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে আগের নিয়ম মেনে চলা হবে।”
অফিসারের মতে, “আগে রোববার পেমেন্ট করলে তা একদিন পরে জমা হতো। কেউ বৃহস্পতিবার পেমেন্ট করলে মার্চেন্ট রবিবার অর্থ গ্রহণ করতেন। নতুন নির্দেশনায় ১৫ ডিসেম্বর থেকে মার্চেন্ট সঙ্গে সঙ্গে টাকা পাবেন।” বাংলা কিউআর হলো কেন্দ্রীয় ব্যাংকের সর্বজনীন ও আন্তঃলেনদেনযোগ্য পেমেন্ট ব্যবস্থা। এর মাধ্যমে গ্রাহকরা একটি মাত্র কিউআর কোড ব্যবহার করে যেকোনো ব্যাংক, এমএফএস বা পেমেন্ট অ্যাপের মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন।
সার্কুলারে বলা হয়েছে, নগদ লেনদেন কমানো এবং ক্যাশলেস সোসাইটি গড়ার জন্য ব্যাংক বাংলা কিউআর ব্যবহারে জোর দিচ্ছে। সব বাংলা কিউআর সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের জন্য তাৎক্ষণিক অর্থ স্থানান্তর নিশ্চিত করতে হবে। তবে বড় মার্চেন্টদের ক্ষেত্রে ব্যাংক বা প্রতিষ্ঠানগুলো নিজস্ব ঝুঁকি ও গ্রাহক ব্যবস্থাপনার ভিত্তিতে অর্থ স্থানান্তরের সময় নির্ধারণ করতে পারবে।

