পাঁচটি সংকটাপন্ন ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক-এর কর্মীদের বেতন ২০ শতাংশ পর্যন্ত কমানো হতে পারে। কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা মৌখিকভাবে পাঁচটি ব্যাংককে জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রবিবারে এসব ব্যাংকে লিখিত চিঠি দেওয়া হতে পারে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিক বলেন, “সম্মিলিত ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক ৩৫০ কোটি টাকা সহায়তা দিয়েছে। গভর্নর বলেছেন, ব্যাংকের কর্মীদের বেতন কিছুটা কমবে। তবে তাদের জন্য নতুন পে-স্কেল তৈরি করা হবে।”
শরিয়াহ-ভিত্তিক ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংক মৌখিকভাবে ২০ শতাংশ বেতন কমানোর নির্দেশ দিয়েছে। লিখিত নির্দেশনা রোববার নাগাদ পাওয়া যেতে পারে। চলতি মাসের শুরুতে, বাংলাদেশ ব্যাংক পাঁচটি সমস্যাগ্রস্ত ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠনের জন্য প্রাথমিক অনুমোদন দিয়েছে। একই সঙ্গে লেটার অফ ইন্টেন্ট ইস্যু করা হয়েছে।
গত বছর, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে, বাংলাদেশ ব্যাংক এই পাঁচটি ব্যাংককে প্রায় ৩৫ হাজার ৩০০ কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে।

