দেশে প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইনের ৫০০ টাকার নোট বাজারে ছাড়তে যাচ্ছে। গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত এই নোট আগামী বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর থেকে প্রচলনে আসবে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধরতে তারা ধাপে ধাপে সব মূল্যমানের নোট নতুন ডিজাইনে ছাপানোর উদ্যোগ নিয়েছে। এই সিরিজে ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নোট ইতোমধ্যে বাজারে এসেছে এবং খুব দ্রুত বাকি মূল্যমানগুলোও যুক্ত হবে।
নতুন সিরিজের অংশ হিসেবে এবার বাজারে নামছে ৫০০ টাকার নোট। প্রথম দিন এটি পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে। পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকেও নোটটি ইস্যু করা হবে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা জানাচ্ছেন, নিরাপত্তা বৈশিষ্ট্য আরও উন্নত করা এবং নোটের মান আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নাগরিকরা দ্রুতই নতুন নোটের অভিজ্ঞতা পাবেন।

