সাউথইস্ট ব্যাংকের পরিচালক রাইয়ান কবিরকে পদ থেকে অপসারণের বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে রিটটি নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন আদালত।
সাউথইস্ট ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ২৩ নভেম্বর এই আদেশ দেন। ফলে হাইকোর্টের আগের আদেশটি কার্যকারিতা হারিয়েছে বলে জানিয়েছেন ব্যাংকের আইনজীবী তানভির হোসেন খান।
তিনি বলেন, রাইয়ান কবির ২০২০ সালে ব্যাংকের পরিচালক হন। তবে ব্যাংকে চার বছর আগে কর্মরত থাকায় বাংলাদেশ ব্যাংকের আইন অনুযায়ী তিনি ওই পদে দায়িত্ব পালনে অযোগ্য ছিলেন। সেই কারণে বাংলাদেশ ব্যাংক তাঁকে পরিচালক পদ থেকে অপসারণের নির্দেশ দেয়।
এরপর রাইয়ান কবির বাংলাদেশ ব্যাংকের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলে আদালত রুলসহ অন্তর্বর্তী আদেশ দেন। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে রাইয়ান কবির বলেন, তিনি মাত্র এক বছর ব্যাংকে ইন্টার্নশিপ করেছেন। তাই তাকে অপসারণ করা ছিল অবৈধ।

