বাংলাদেশ ব্যাংকের প্রশাসনিক কার্যক্রমে যুক্ত হলো নতুন মাত্রা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন ‘ই-ডেস্ক সিস্টেম’। এই নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে নোটিং ও দাফতরিক কাজ এখন থেকে অনলাইনে আরও দ্রুত, আধুনিক ও কার্যকরভাবে সম্পন্ন হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সব ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক এবং বিভিন্ন বিভাগের পরিচালকরা। এ সিস্টেমটি যৌথভাবে ডেভেলপ ও বাস্তবায়ন করেছে ব্যাংকের এইচআরডি-১ ও আইসিটি বিভাগ।
গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ই-ডেস্ক চালুর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক প্রশাসনিক কাজের নতুন যুগে প্রবেশ করেছে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং সেবাকে আরও দ্রুত, নির্ভুল ও আধুনিক করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
প্রাথমিকভাবে ই-ডেস্ক সিস্টেম চালু হয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে। ধাপে ধাপে দেশের সব অফিসে এটি কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
আগামী ১০ ডিসেম্বর থেকে বিভাগীয় পর্যায়ে ডিরেক্টর লেভেল পর্যন্ত সব নিষ্পত্তিযোগ্য নোটিং বাধ্যতামূলকভাবে ই-ডেস্কের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। পরবর্তী ধাপে ১ জানুয়ারি ২০২৬ থেকে সব স্তরের নোটিং একই সিস্টেমে সম্পন্ন হবে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ই-ডেস্ক চালুর ফলে নোটিং প্রক্রিয়া হবে আরও স্বচ্ছ, দ্রুত, নিরাপদ ও কাগজবিহীন—যা কেন্দ্রীয় ব্যাংকের সামগ্রিক ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নেবে।

