বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার একাধিক নিলামের মাধ্যমে ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১৪৯ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, টাকার বিপরীতে ডলারের দর স্থিতিশীল রাখা এবং রেমিট্যান্স ও রপ্তানি প্রবাহে গতি ফেরাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
১১ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত এসব নিলামে প্রতি ডলার ১২২ দশমিক ২৫ থেকে ১২২ দশমিক ২৯ টাকা দরে কেনা হয়েছে। বাজারে ডলারের চাপ কমানো এবং বিনিময় হার নিয়ন্ত্রণে রাখাই এখন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য। সাম্প্রতিক মাসগুলোতে রেমিট্যান্স কমে যাওয়ায় ডলারের বাজারে অস্থিরতা দেখা দেয়। এ পরিস্থিতিতে সরাসরি নিলাম থেকে ডলার কিনে বাজারে স্বস্তি ফেরাতে চাইছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডলার কেনার এই কৌশল এখন নিয়মিতভাবে অনুসরণ করা হচ্ছে। এতে বাজারে সরবরাহ বাড়ে এবং আমদানি ব্যয় নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি, ব্যাংকগুলোর ডলার লেনদেন প্রক্রিয়াতেও শৃঙ্খলা ফিরে আসে।
অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, নিলামে ডলার কেনা বাজারে ইতিবাচক সিগন্যাল দেয়। এতে রপ্তানিকারক ও প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল খাতগুলোতে আস্থা তৈরি হয়। একই সঙ্গে দীর্ঘমেয়াদে বিনিময় হারের স্থিরতাও নিশ্চিত হতে পারে।
বাংলাদেশ ব্যাংকের নিলাম কার্যক্রম চলমান থাকবে বলেও জানা গেছে। প্রয়োজন অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক ডলার কিনবে বা বাজারে ছাড়বে—যাতে সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা বজায় থাকে।

