ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি ইউনিটহোল্ডারদের জন্য অর্ধবার্ষিক ১০ শতাংশ হারে মুনাফা ঘোষণা করেছে। এই মুনাফা চলতি বছরের ২৮ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৭ জুন পর্যন্ত সময়ের জন্য প্রযোজ্য হবে। বিষয়টি ব্যাংকটির এক মূল্যসংবেদনশীল তথ্য থেকে জানা গেছে।
এর আগে একই বন্ডের ট্রাস্টি চলতি বছরের ২৮ জুন থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত অর্ধবার্ষিক সময়ের জন্য ১০ শতাংশ হারে কুপন রেট ঘোষণা করেছিল। তারও আগে গত বছরের ২৬ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৭ জুন পর্যন্ত সময়ের জন্য একই হারে অর্ধবার্ষিক কুপন রেট নির্ধারণ করা হয়।
এ ছাড়া গত বছরের ২৮ জুন থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত অর্ধবার্ষিক সময়ের জন্যও ইউনিটহোল্ডারদের ১০ শতাংশ হারে মুনাফা দেওয়া হয়েছে। একইভাবে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২৭ জুন পর্যন্ত সময়ের জন্যও বন্ডটির ট্রাস্টি ১০ শতাংশ হারে অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা করেছিল।
ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘এএ মাইনাস’ নির্ধারণ করা হয়েছে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এই প্রত্যয়ন দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।
২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ–এ ‘এন’ ক্যাটাগরিতে ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের লেনদেন শুরু হয়। বন্ডটির পরিশোধিত মূলধন ৩৪ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা। প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা। মোট ইউনিট সংখ্যা ৬৮ হাজার ৫০।

