চট্টগ্রাম বন্দরে ভারী যানবাহনের অতিরিক্ত মাশুল প্রত্যাহার করা হয়েছে। গত বৃহস্পতিবার বন্দর কর্তৃপক্ষ পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে জরুরি বৈঠক করে সিদ্ধান্ত নেয়, আগের মাশুল বহাল রেখে গাড়ি চলাচল পুনরায় শুরু করার।
বন্দর সচিব ওমর ফারুক জানিয়েছেন, নতুন বর্ধিত মাশুল স্থগিত থাকবে। ভারী যানবাহন পুরনো মাশুলে বন্দরে প্রবেশ করতে পারবে। মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।
কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর সাময়িকভাবে অচল হয়ে পড়েছিল। গত ১৫ অক্টোবর ভারী গাড়ি প্রবেশের ফি ৫৭ টাকা থেকে ২৩০ টাকা করা হয়। এর প্রেক্ষিতে শনিবার থেকে কনটেইনার পরিবহনের ট্রেইলার, ট্রাক ও কাভার্ড ভ্যান বন্ধ রাখেন মালিক-শ্রমিকরা। ফলশ্রুতিতে শনিবার ও রোববার এক হাজার একক কনটেইনারবাহী রপ্তানি পণ্য ছাড়াই বন্দর ছেড়ে যায় ৬টি জাহাজ। পোর্ট ইউজার্স ফোরাম দাবি আদায়ের জন্য সরকারকে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছিল।