চলতি বছরের প্রথম আট মাসে চীন ফের জার্মানির শীর্ষ বাণিজ্য অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত উচ্চ শুল্কের কারণে জার্মানি থেকে যুক্তরাষ্ট্রে রফতানি কমেছে।
জার্মান পরিসংখ্যান দপ্তরের প্রাথমিক তথ্য অনুযায়ী জানুয়ারি-আগস্ট পর্যন্ত চীনের সঙ্গে জার্মানির সম্মিলিত আমদানি ও রফতানি ১৬ হাজার ৩৪০ কোটি ইউরো বা প্রায় ১৯ হাজার ৭০ কোটি ডলারে পৌঁছেছে। একই সময়ে জার্মানির সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য হয়েছে ১৬ হাজার ২৮০ কোটি ইউরো।
২০২৪ সালে যুক্তরাষ্ট্র জার্মানির শীর্ষ বাণিজ্যিক অংশীদারের স্থান দখল করেছিল। এর আগে টানা আট মাস চীনের স্থান ছিল শীর্ষে। এবার প্রথম আট মাসের হিসাব অনুযায়ী চীন আবার শীর্ষে ফিরে এসেছে। তবে এই পরিবর্তন এল এমন সময়, যখন জার্মানি চীনের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে। বার্লিন বেইজিংয়ের বাণিজ্যনীতির উপর প্রকাশ্যে অভিযোগ করেছে।
প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের তুলনায় চলতি বছরের জানুয়ারি-অগাস্টে জার্মানি থেকে যুক্তরাষ্ট্রে রফতানি ৭.৪ শতাংশ কমে ৯ হাজার ৯৬০ কোটি ইউরোতে নেমেছে। বিশেষ করে আগস্টে রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ২৩.৫ শতাংশ হ্রাস পেয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান আইএনজির গ্লোবাল হেড অব ম্যাক্রো কারস্টেন ব্রেজস্কি বলেন, “চলমান শুল্ক হুমকি এবং ইউরোর শক্তিশালী বিনিময় হারের কারণে যুক্তরাষ্ট্রে জার্মান রফতানি শিগগিরই বাড়ার সম্ভাবনা নেই।”
এদিকে, চলতি বছরের প্রথম আট মাসে জার্মানি থেকে চীনে রফতানি ১৩.৫ শতাংশ কমে ৫ হাজার ৪৭০ কোটি ইউরোয় নেমেছে। কিন্তু চীন থেকে জার্মানিতে আমদানি ৮.৩ শতাংশ বেড়ে ১০ হাজার ৮৮০ কোটি ইউরোয় পৌঁছেছে।

