সামাজিক উন্নয়নমূলক প্রকল্পে অর্থায়নের লক্ষ্যে সরকার নতুন একটি বিনিয়োগ সুকুক ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। সপ্তম এই সুকুকের মাধ্যমে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন অবকাঠামো উন্নয়ন করা হবে, যার মধ্যে রয়েছে সড়ক উন্নয়ন, প্রশস্তকরণ, পুনর্বাসন, ঢাল রক্ষাকরণ এবং হাটবাজার ও পর্যটন সুবিধা নির্মাণ।
মঙ্গলবার (৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচ্য প্রকল্পের বিপরীতে ইজারা ভিত্তিতে ২ হাজার ৫০০ কোটি টাকার এই সুকুক ইস্যু করা হবে। এটি সাত বছর মেয়াদি হবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত রবিবার বাংলাদেশ ব্যাংকে ‘শরিয়াহ্ অ্যাডভাইজরি কমিটি’র প্রথম সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ।
সেখানে বলা হয়, এই সুকুক ইস্যুর মাধ্যমে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার ২০টি উপজেলার গ্রামীণ এলাকায় সড়ক ও পর্যটন অবকাঠামো উন্নয়ন করা হবে। প্রকল্পটির আওতায় টেকসই সড়ক নেটওয়ার্ক ও স্থানীয় অর্থনীতি সহায়ক বাজার ব্যবস্থার উন্নয়নই মূল লক্ষ্য।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিসেম্বরের মধ্যেই এই সুকুক ইস্যু করার পরিকল্পনা রয়েছে। এটি হবে সরকারের সপ্তম বিনিয়োগ সুকুক।
ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক স্পেশাল পারপাস ভেহিকল (এসপিডি) হিসেবে ২৪ হাজার কোটি টাকার মোট ছয়টি সুকুক ইস্যু করেছে, যা দেশের বিভিন্ন খাতে অবকাঠামো ও সামাজিক উন্নয়ন প্রকল্পে অর্থায়নে ব্যবহৃত হচ্ছে।

