শনিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ও নিষিদ্ধ পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, আদালত প্রাঙ্গণে এখন থেকে প্লাস্টিকের পরিবর্তে ব্যবহার করা হবে পরিবেশবান্ধব বিকল্প সামগ্রী। রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞার স্বাক্ষরিত এই নির্দেশনায় সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সকল প্রতিষ্ঠানকে পরিবেশ বান্ধব উদ্যোগে সক্রিয় ভূমিকা নিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সুপ্রিম কোর্টসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণ বন্ধের জন্য সুপ্রিম কোর্টের সহযোগিতা চেয়েছে। দেশজুড়ে পরিবেশ দূষণের লাগাম টানতে এবং জৈব-বৈচিত্র্য সুরক্ষায় সরকারি পদক্ষেপের অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
মন্ত্রণালয়ের প্রস্তাবিত বিকল্প পণ্যের মধ্যে রয়েছে:
– প্লাস্টিকের ফাইল ও ফোল্ডারের বদলে কাগজ বা পরিবেশবান্ধব ফাইল ব্যবহারের নির্দেশ,
– প্লাস্টিক ব্যাগের পরিবর্তে কাপড়ের ব্যাগ,
– প্লাস্টিকের পানির বোতলের পরিবর্তে কাঁচের বোতল ও গ্লাস,
– ব্যানার তৈরিতে প্লাস্টিকের বদলে কটন বা জুট ফেব্রিক ব্যবহার,
– সভা-সেমিনারে পরিবেশবান্ধব খাবার প্যাকেট নিশ্চিতকরণ।
পরিবেশ দূষণ এখন বৈশ্বিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, আর বাংলাদেশ এই ইস্যুতে সরাসরি ক্ষতিগ্রস্ত। সাম্প্রতিক সময়ে বায়ুদূষণ, প্লাস্টিকের সর্বব্যাপী ব্যবহার ও পানিদূষণ আমাদের জীবনযাত্রায় গভীর প্রভাব ফেলছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবেশ সুরক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনসহ আন্তর্জাতিক আইনের আলোকে প্লাস্টিক দূষণ কমাতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে একটি স্থায়ী পদক্ষেপ নেওয়া হলো।
পরিবেশবান্ধব এই উদ্যোগ বাস্তবায়নে সুপ্রিম কোর্টের সহযোগিতার আহ্বান জানিয়ে প্রশাসন আশা প্রকাশ করেছে যে, এই পদক্ষেপ দূষণ রোধে দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে।