বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে আইনজীবী তালিকাভুক্তি (এনরোলমেন্ট) পরীক্ষার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। আসন্ন ঈদুল ফিতরের পরপরই এই পরীক্ষা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
রোববার বাংলাদেশ বার কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আইনজীবীদের সনদ প্রদান এবং একমাত্র নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বার কাউন্সিলের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সভায় অংশ নেওয়া সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও এনরোলমেন্ট কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, ঈদের পর যত দ্রুত সম্ভব৷ আগামী এপ্রিল ২০২৫-এর মধ্যে নিম্ন আদালতের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া হাইকোর্ট পারমিশন পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের মৌখিক পরীক্ষা গ্রহণ এবং রিভিউ আবেদনকারীদের বিষয় নিষ্পত্তি কার্যক্রম দ্রুত সম্পন্ন করার পরিকল্পনাও সভায় নেওয়া হয়। এ সংক্রান্ত কার্যক্রম এক সপ্তাহের মধ্যে শুরু করার জন্য এনরোলমেন্ট কমিটির প্রতি অনুরোধ জানানো হয়েছে।
আইনজীবীদের তালিকাভুক্তি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বার কাউন্সিলের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।