দেশে আইনশৃঙ্খলা রক্ষা, গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও সংস্থার নিরাপত্তা জোরদার এবং জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে সরকার পাঁচটি নতুন আনসার ব্যাটালিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এই প্রস্তাব অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ব্যাটালিয়নগুলো গঠনে মোট ২,১২৫টি নতুন পদ সৃষ্টি করা হবে। এর মধ্যে রাজস্ব খাতে স্থায়ীভাবে ২০টি ক্যাডার পদ থাকবে এবং অস্থায়ীভাবে রাখা হবে ২,১০৫টি পদ। প্রতিটি ব্যাটালিয়নে ৪২৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যেই প্রস্তাবটি অনুমোদন দিয়েছে। নতুন পদের বেতন স্কেলও অর্থ মন্ত্রণালয় নির্ধারণ করেছে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, নতুন আনসার ব্যাটালিয়নগুলো মোতায়েন করা হবে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকা, কক্সবাজারের উখিয়া, ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর এবং বরিশাল বিভাগে।
প্রস্তাবিত পদের মধ্যে থাকছে—পরিচালক ৫ জন, উপ-পরিচালক ৫ জন, সহকারী পরিচালক ১০ জন, সার্কেল অ্যাডজুট্যান্ট ২০ জন, সুবেদার ৯০ জন, নায়েব সুবেদার ১০০ জন, হাবিলদার ১২০ জন, নায়েক ২০০ জন, ল্যান্স নায়েক ৩৯০ জন, সিপাহী ১,১৮০ জন এবং নার্সিং সহকারী ৫ জন।
বর্তমানে দেশে মোট ৪২টি আনসার ব্যাটালিয়ন রয়েছে। এর মধ্যে ৩৯টি পুরুষ, দুটি নারী এবং একটি গার্ড ব্যাটালিয়ন।
এদিকে মালয়েশিয়ার জোহর বাহরুতে একটি নতুন কনস্যুলেট জেনারেল অফিস স্থাপনের প্রস্তাব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই জন্য মোট ৯টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ৬টি হবে স্বদেশভিত্তিক এবং ৩টি স্থানীয়ভিত্তিক পদ।
প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, মালয়েশিয়ায় বসবাসরত প্রায় ৪০ শতাংশ বাংলাদেশি প্রবাসী জোহর বাহরু ও আশপাশের এলাকায় থাকেন। বর্তমানে কনস্যুলার সেবা পেতে তাদের কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনে যেতে হয়। অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় জোহর বাহরুতে কনস্যুলেট অফিস স্থাপনের সুপারিশ করেছে আন্তমন্ত্রণালয় প্রতিনিধিদল।
একইসঙ্গে রংপুর সিটি করপোরেশনের সাংগঠনিক কাঠামোয় রাজস্ব খাতে অস্থায়ীভাবে আরও ৩২০টি পদ সৃষ্টির প্রস্তাবও সচিব কমিটির বৈঠকে উত্থাপন করা হবে।

