সরকারি বাসা বরাদ্দে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ দাবিসহ নানা অভিযোগে সরকারি আবাসন পরিদপ্তরের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এই তথ্য জানানো হয়েছে।
বরখাস্তকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সরকারি আবাসন পরিদপ্তরের উপপরিচালক রাশেদ আহম্মেদ সাদী, সহকারী পরিচালক বিলাল হোসাইন এবং সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলাম।
মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাশেদ আহম্মেদ সাদী ও বিলাল হোসাইনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে—চাকরির গ্রেড ও বেসিক বেতন বিবেচনা না করে বাসা বরাদ্দের সুপারিশ প্রদান, ডি-১ ও ডি-২ শ্রেণির বাসায় আবেদনকারীর কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ দাবি এবং বরাদ্দ সংক্রান্ত সভায় দায়িত্ব পালনে অনিয়ম।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, রাশেদ আহমেদ সাদী একটি ‘বাসা বরাদ্দ সিন্ডিকেট’ গড়ে বিপুল অর্থ ও স্থাবর সম্পদের মালিক হয়েছেন। এসব অভিযোগ এখনো তদন্তাধীন এবং অত্যন্ত ‘স্পর্শকাতর’ হিসেবে ধরা হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮-এর ধারা ১২(১) অনুযায়ী দুজনকেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের সময় তারা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
এছাড়া সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলামকেও একই দিনে বরখাস্ত করা হয়েছে। সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম ব্যবহার করে সিন্ডিকেটের মাধ্যমে আবেদনকারীর কাছ থেকে ঘুষ দাবি এবং নানাবিধ অনিয়মে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধেও তদন্ত চলছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিধিমালার একই ধারা অনুযায়ী তাকে খোরপোশ ভাতার আওতায় রাখা হয়েছে।

