সরকার অনলাইন জুয়া, জালিয়াতি ও প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী এসব কার্যক্রম এখন থেকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
রোববার (১৪ সেপ্টেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর অধীনে অনলাইনে জুয়া খেলা, জুয়া খেলার জন্য পোর্টাল বা অ্যাপ তৈরি ও পরিচালনা, খেলায় অংশগ্রহণ বা সহায়তা, এমনকি জুয়া সম্পর্কিত বিজ্ঞাপনে অংশ নেওয়া বা প্রচার করাও অপরাধ হিসেবে ধরা হবে। এসব অপরাধে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড অথবা এক কোটি টাকা পর্যন্ত জরিমানা, কিংবা উভয় দণ্ড হতে পারে।
অধ্যাদেশে আরও বলা হয়েছে, সাইবার স্পেস ব্যবহার করে জালিয়াতি করলে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা ২০ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আর প্রতারণার মাধ্যমে অপরাধ করলে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানা, কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব অপরাধ দমন ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো ইতোমধ্যে নজরদারি জোরদার করেছে। একইসাথে সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

