গত ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য প্রধান বিচারপতি অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন। এটি ২২০ নং গঠনবিধির আংশিক সংশোধনের মাধ্যমে করা হয়েছে। সুপ্রিম কোর্টের ২৮ আগস্টের ৩৯৭ নম্বর বিজ্ঞপ্তি এ সংশোধনের অন্তর্ভুক্ত।
সংশোধনের মাধ্যমে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন একত্রে ডিভিশন বেঞ্চে দায়িত্ব পালন করবেন। তারা এই কোর্টের মূল ভবনের ২৩ নম্বর কক্ষে দায়িত্ব পালন করবেন। বেঞ্চের শুনানি সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১১:৪০ থেকে দুপুর ২টা পর্যন্ত। তারিখসমূহ হলো— ১৫, ১৬, ১৭, ২২, ২৩ ও ২৪ সেপ্টেম্বর। শুনানির বিষয়বস্তুতে থাকবে—
-
দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংক্রান্ত মামলা
-
ডিভিশন বেঞ্চে গ্রহণযোগ্য অতি জরুরি ফৌজদারি মোশন
-
ফৌজদারি আপিল মঞ্জুরীর আবেদনপত্র ও এ-সংক্রান্ত জামিন আবেদনপত্র
এছাড়া ফৌজদারি মঞ্জুরীকৃত আপিল, জেল আপিল, ফৌজদারি রিভিশন এবং ফৌজদারি বিবিধ মোকদ্দমার শুনানি করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেসব বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হবে এবং উপরোল্লিখিত বিষয় সংক্রান্ত রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানি করাও এই বেঞ্চের এখতিয়ারভুক্ত থাকবে। সূত্র: ল’ইয়ার্স ক্লাব।