সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এ অনলাইন জুয়া, প্রতারণা ও জালিয়াতির সঙ্গে জড়িত অপরাধীদের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। নতুন এই আইনে এসব অপরাধে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, এক কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হবে।
গতকাল শুক্রবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়। তথ্যবিবরণীতে বলা হয়েছে, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যদি সাইবার স্পেসে জুয়ার উদ্দেশ্যে পোর্টাল, অ্যাপস বা ডিভাইস তৈরি বা পরিচালনা করে, খেলায় অংশ নেয়, সহায়তা করে কিংবা উৎসাহ দেয় তবে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
এছাড়া অনলাইনে বিজ্ঞাপন দেওয়া কিংবা ফেসবুক, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টুইটার ও টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে জুয়ার প্রচার বা উৎসাহ দেওয়াও অপরাধ হিসেবে ধরা হবে। অধ্যাদেশের ২০ ধারা অনুযায়ী এসব অপরাধে অনধিক দুই বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ এক কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
তথ্যবিবরণীতে আরও বলা হয়েছে, অনলাইন জুয়া বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হাইকোর্ট বিভাগের নির্দেশনা রয়েছে। পাশাপাশি জুয়া খেলায় সহায়তা, উৎসাহ প্রদান, বিজ্ঞাপনে অংশগ্রহণ বা প্রত্যক্ষ ও পরোক্ষ প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।