ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করার নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের সরকারি পরিচালক ফেরদৌস রহমান আদালতে ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, তাপস সংসদ সদস্য ও মেয়র থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার নামে ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগ রয়েছে।
এছাড়া, তার নামে থাকা ২৭টি ব্যাংক হিসাবে ৫৩৯ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৭৮ টাকা ও ৫ লাখ ১৭ হাজার ৫২৭ মার্কিন ডলারের অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অর্থ দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে মামলা করা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন। দুদকের দাখিল করা তথ্য অনুযায়ী, শেখ ফজলে নূর তাপসের তিনটি ব্যাংক হিসাবে ১৭ লাখ ৯০ হাজার ৮৯১ টাকা জমা রয়েছে।
আবেদনে আরও বলা হয়, আসামির অর্জিত সব সম্পদ এখনও পুরোপুরি চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে ইতোমধ্যে শনাক্ত করা অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর ঠেকাতে এগুলো অবরুদ্ধ করা জরুরি। তদন্তকালে দুদক জানতে পারে, আসামি তার নামে থাকা কিছু সম্পদ অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে এসব সম্পদ সরিয়ে ফেললে রাষ্ট্রের বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে।