উপদেষ্টা পরিষদ গতকাল বৃহস্পতিবার সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫–এর সংশোধনী অনুমোদন করেছে। এ সিদ্ধান্তের ফলে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ)–এর অধীনে দায়ের হওয়া সব মামলা বাতিল হলো।
বৈঠকটি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকের পরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সাংবাদিকদের বলেন, “২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে করা সব মামলা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী, ওই আইনে সাজাপ্রাপ্ত ও অভিযুক্ত সবাই মুক্ত।”
সংশোধনীতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ডিএসএ–এর ধারা ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩১–এর অধীনে করা বা তদন্তাধীন সব মামলা, কার্যক্রম এবং আদালতের দেওয়া দণ্ড ও জরিমানা বাতিল হিসেবে গণ্য হবে। এসব মামলার বিষয়ে ভবিষ্যতে কোনো নতুন কার্যক্রম গ্রহণ করা যাবে না।
একই বৈঠকে আরও দুটি নতুন আইন অনুমোদন পায় — ব্যক্তিগত ডাটা সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং জাতীয় উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫। সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন আইনগুলো নাগরিকের ব্যক্তিগত তথ্য ও অনলাইন নিরাপত্তা আরও শক্তিশালী করবে। পাশাপাশি রাষ্ট্র ও বেসরকারি পর্যায়ে তথ্যপ্রযুক্তি ব্যবহারে জবাবদিহিতা ও স্বচ্ছতা বাড়বে বলে আশা করা হচ্ছে।