সুপ্রিম কোর্ট প্রশাসন দেশের সব জেলায় পৃথক বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত গঠনের নির্দেশ দিয়েছে। আজ (মঙ্গলবার) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘সব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত ম্যাজিস্ট্রেটরা নির্দিষ্ট আমলি এলাকার অপরাধগুলো আমলে গ্রহণ করেন। এরপর সংশ্লিষ্ট চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পাঠানো মামলাগুলো বিচার করেন।’’
সেই সঙ্গে বলা হয়েছে, ‘‘ম্যাজিস্ট্রেটরা শুধু মামলা গ্রহণ ও বিচার করেন না। তারা পুলিশের তদন্ত তদারকি, তদন্তে সহায়তা, জামিন ও রিমান্ড শুনানি, বিশেষ আইনের অধীনে সামারি কোর্ট পরিচালনা, এফিডেভিট সম্পাদনসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। কিন্তু আমলি আদালতের ব্যস্ততার কারণে দৈনিক কর্মঘণ্টার মধ্যে সব বিচারিক কাজ পর্যাপ্তভাবে করা সম্ভব হয় না। তাই সব জেলায় পৃথক বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত গঠন করা জরুরি।’’
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘‘বিচার্য মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য কিছু আদালতকে শুধু বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত এবং কিছু আদালতকে শুধু আমলি আদালত হিসেবে পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট চিফ জুডিশিয়াল ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেওয়া হলো।’’