নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) আইন বিভাগ ও সেন্টার ফর লিগ্যাল অ্যান্ড রিসার্চ (সিএলআর) যৌথভাবে আয়োজিত ‘আন্ডারগ্র্যাজুয়েট ল সিম্পোজিয়াম-সামার ২০২৫’ বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ১৫টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়।
সিম্পোজিয়ামে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রাবিউল ইসলাম, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সহকারী অধ্যাপক ড. নূর-ই-মেদিনা সুরাইয়া জেসমিন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির জ্যেষ্ঠ প্রভাষক নাবিলা ফারহিন। সমাপনী পর্বে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. রিজওয়ানুল ইসলাম এবং আইন বিভাগের প্রধান অধ্যাপক ইশতিয়াক আহমেদ।
প্রধান অতিথি এনএসইউ কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আব্দুর রব খান শিক্ষার্থীদের গবেষণামূলক চিন্তাভাবনা এবং আইনের জ্ঞান বিকাশে এই ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের লক্ষ্য ছিল আইন শিক্ষার্থীদের গবেষণা ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি করা, যাতে তারা বাস্তব জীবনের আইনি প্রেক্ষাপটে দক্ষতা অর্জন করতে পারে।