মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটটি আজ সোমবার দুপুরে দায়ের করা হয়।
দূর্ঘটনার সূত্রপাত গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায়। ওই সময় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবকের উপর। তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত আবুল কালামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে। দুর্ঘটনার পর থেকে মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।
নিহতের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় আজ (সোমবার) সকালে তার গ্রামের বাড়িতে। জানাজায় অংশ নেন স্বজন, প্রতিবেশী ও এলাকার মানুষ। কান্নায় ভেঙে পড়েন আবুল কালামের মা, ভাই-বোন ও আত্মীয়স্বজন। পরে তাকে নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
দূর্ঘটনা এবং নিহতের বিষয়টি সামাজিক ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান পরীক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থার ত্রুটিমুক্ত করার জন্য যথাযথ কমিটি গঠন করা জরুরি।

