এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা বিপুল পরিমাণ জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় তাদের মালিকানাধীন মোট ১ হাজার ৯৩৬ দশমিক ৫০ একর জমি—যার আনুমানিক মূল্য ১৬ হাজার ৯৪০ কোটি টাকার বেশি—জরুরি ভিত্তিতে জব্দ করার এই আদেশ আসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন। দুদকের পক্ষে মামলাটি উপস্থাপন করেন সংস্থার উপপরিচালক তাহাসিন মুনাবীল হক।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, এস আলম গ্রুপ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। তদন্তে দেখা যাচ্ছে, মোহাম্মদ সাইফুল আলম এবং তার পরিবারের সদস্যরা বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে অনিয়মের মাধ্যমে বিপুল অঙ্কের ঋণ নিয়েছেন এবং সেগুলো আত্মসাৎ করে দেশে-বিদেশে সম্পদ গড়ে তুলেছেন।
দুদক আরও জানায়, তদন্ত চলাকালে পাওয়া তথ্য থেকে সন্দেহ করা হচ্ছে যে তারা এই স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এমনটি ঘটলে ভবিষ্যতে আত্মসাৎ করা অর্থ উদ্ধার করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। তাই তদন্ত শেষ হওয়ার আগেই নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে জমিগুলো জব্দ করা জরুরি হয়ে ওঠে।
আদালতের নির্দেশ অনুযায়ী, এস আলম গ্রুপ, তাদের পরিবার এবং সংশ্লিষ্ট সত্তাদের মোট ১ হাজার ৯৩৬ দশমিক ৫০ একর জমি এখন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকবে।

