সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করতে নতুন করে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। আদালত চত্বরের ভেতরে ও ভবনের কোনো অংশে এখন থেকে বৈধ বা অবৈধ—যে কোনো ধরনের অস্ত্র, মারণাস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
প্রধান বিচারপতির নির্দেশে জারি করা এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আদেশে স্বাক্ষর করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
অফিস আদেশে নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে বিদ্যমান বিধিমালার কথাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট বিভাগ) বিধিমালা, ১৯৭৩–এর (১২ নভেম্বর, ২০১২ তারিখে সংশোধিত) অধ্যায় ১৬এ-এর বিধি ৩-এর দফা ৪ অনুযায়ী—
বারের সদস্য, আইনজীবী সহকারী, আদালতের কর্মচারী কিংবা অন্য কোনো ব্যক্তি আদালত প্রাঙ্গণ বা ভবনের ভেতরে কোনো ধরনের মিছিল, স্লোগান, সভা, প্রচার কিংবা বিক্ষোভে অংশ নিতে পারবেন না।
নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থাপনা ঠিক রাখতে আদালত চত্বরে পার্কিং সংক্রান্ত নির্দেশনাও কঠোর করা হয়েছে। নির্ধারিত পার্কিং এলাকা ছাড়া রাস্তা কিংবা ভবনের গেটের সামনে গাড়ি ও রিকশা পার্ক করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, আদালতের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও স্বাভাবিক বিচার কার্যক্রম নিশ্চিত করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন এ সিদ্ধান্ত কার্যকর থাকায় সুপ্রিম কোর্ট এলাকায় আগত সবাইকে বাড়তি সতর্কতা ও শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

