থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি কৃষিপণ্যের বাজারে বন্দুকধারীর হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারী নিজেও রয়েছেন। শেষ পর্যন্ত তিনি নিজেই আত্মহত্যা করেন।
থাই মেট্রোপলিটন পুলিশ ব্যুরোর ডেপুটি কমিশনার চারিন গোপাত্তা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে পাঁচজনই ওই বাজারের নিরাপত্তারক্ষী ছিলেন। বাজারটি রাজধানীর ব্যাং সুর জেলায় অবস্থিত এবং কৃষিপণ্য বিক্রয়ের জন্য পরিচিত।
এক বিবৃতিতে পুলিশ জানায়, হামলাকারীর পরিচয় ও হামলার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে এতে কোনো বিদেশি পর্যটক আহত বা নিহত হননি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পুলিশের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, সাদা ক্যাপ পরা এক ব্যক্তি বুকের সামনে একটি ব্যাগ ঝুলিয়ে বাজারের পার্কিং এলাকায় ঘোরাফেরা করছেন।
থাইল্যান্ডে বন্দুক হামলার ঘটনা নতুন নয়। ২০২৩ সালের অক্টোবরে মাত্র ১৪ বছর বয়সী এক কিশোর ব্যাংককের একটি বিলাসবহুল শপিং মলে গুলি চালিয়ে দুজনকে হত্যা ও পাঁচজনকে আহত করেছিল। এর আগের বছর এক সাবেক পুলিশ কর্মকর্তা পূর্বাঞ্চলের একটি নার্সারিতে গুলি ও ছুরি নিয়ে হামলা চালিয়ে ৩৬ জনকে হত্যা করেন, যাদের মধ্যে ২২ জন ছিল শিশু।

