নাটোর চিনিকলে ঢুকে নিরাপত্তারক্ষীদের বেঁধে মালামাল লুট করেছে একদল ডাকাত। আজ রোববার (৩ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা একটি মিনিট্রাকে করে কারখানায় ঢুকে লুটপাট চালায়।
এ ঘটনায় চিনিকলের দায়িত্বরত নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঠিক কত পরিমাণ মালামাল লুট হয়েছে, তা এখনো জানাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ বা পুলিশ। নাটোর থানা ও চিনিকল সূত্রে জানা গেছে, ভোরের দিকে একটি মিনিট্রাকে করে একদল ডাকাত কারখানার ভেতরে প্রবেশ করে। তারা আনসার সদস্যসহ অন্যান্য নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে নির্বিঘ্নে মালামাল ট্রাকে তোলে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তারক্ষীদের উদ্ধার করে হেফাজতে নেয়।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান বলেন, ‘ভোরে চিনিকলে দুর্বৃত্তরা ঢুকে ডাকাতি করে। তারা আনসার ও চিনিকলের নিজস্ব নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখেছিল। কারখানার কী কী লুট হয়েছে, তা জানতে তালিকা তৈরির নির্দেশ দিয়েছি। পুলিশও তদন্ত করছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ হয়নি।’
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ তদন্ত শুরু করেছে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। লুট হওয়া মালামালের পরিমাণ জানার চেষ্টা চলছে।’ তিনি আরও জানান, এখন পর্যন্ত ছয়জন নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাকিদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

