ফেনী পানি উন্নয়ন বোর্ডে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার, ৬ আগস্ট সকাল থেকে এ অভিযান শুরু করে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল।
অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান। তার সঙ্গে রয়েছেন উপ-সহকারী পরিচালক মো. জাহিদ হোসেনসহ আরও কয়েকজন কর্মকর্তা। তারা পাউবোর বিভিন্ন প্রকল্প, অর্থ লেনদেন ও নথিপত্র যাচাই করছেন।
জানা গেছে, ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর তীর রক্ষাবাঁধ প্রতিবছরই ভাঙনের শিকার হচ্ছে। এতে আশপাশের জনপদ প্লাবিত হচ্ছে বারবার। ২০২৪ সালের ভয়াবহ বন্যায় মারা যান অন্তত ২৯ জন। ক্ষতি হয়েছে শত কোটি টাকারও বেশি। চলতি বছরও দুই দফায় বাঁধ ভেঙে ক্ষতি হয়েছে প্রায় ২৩৮ কোটি ৪০ লাখ টাকার। এসব ঘটনার পেছনে পানি উন্নয়ন বোর্ডের ‘দায়সারা’ সংস্কার কাজ ও ‘প্রভাবশালী সিন্ডিকেটের দুর্নীতি’ দায়ী বলে অভিযোগ স্থানীয়দের।
পাউবোর এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে স্থানীয়রা বহুদিন ধরেই ক্ষোভ প্রকাশ করে আসছেন। সর্বশেষ গত ২৩ জুলাই ফেনীর নাগরিক সমাজ পাউবো কার্যালয় ঘিরে পদযাত্রা করে। ওইদিন আন্দোলনকারীরা দায়ীদের শাস্তি ও প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান। জনদুর্ভোগ ও আন্দোলনের পরিপ্রেক্ষিতেই দুদক মাঠে নেমেছে বলে মনে করছেন স্থানীয়রা।

