জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রক্সি জালিয়াতির অভিযোগে তিনজনকে আটক করেছে প্রশাসন।আটকরা হলেন ময়মনসিংহের ত্রিশালের ওবায়েত হাসান আফিক, মুন্সিগঞ্জের পনির উদ্দিন খান পাভেল এবং বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সালমান ফারদিন সাজিদ সিয়াম।
বৃহস্পতিবার (গতকাল) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া চলাকালে এ ঘটনা সামনে আসে।
ঘটনার শুরু হয়, ত্রিশালের চরপাড়ার বাসিন্দা ওবায়েত হাসান আফিক (গুচ্ছ ভর্তি রোল: ২০১৬৯৭) ভাইভা বোর্ডে নিজের স্বাক্ষর সঠিকভাবে দিতে না পারায়। পরীক্ষকরা দেখতে পান, প্রবেশপত্রে থাকা ছবির সঙ্গে তার মুখের মিল নেই। এছাড়া বিজ্ঞান বিভাগের মৌলিক প্রশ্নের উত্তর দিতে না পারায় শিক্ষকরা সন্দেহ করেন।
পরে ‘অভিভাবক’ পরিচয়ে পাভেল নামে এক ব্যক্তিকে ডাকা হলে তাদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। এরপর আফিকের মোবাইল ফোন চেক করলে হোয়াটসঅ্যাপে পাভেলের সঙ্গে ভর্তি সংক্রান্ত লেনদেন ও স্বাক্ষর দেওয়ার নির্দেশনার বার্তা পাওয়া যায়।
পাভেলের ফোন তল্লাশি করে পাওয়া যায় বহু ভর্তিচ্ছু ও চাকরিপ্রার্থীর এডমিট কার্ড ও ছবি। এসব প্রমাণের ভিত্তিতে আফিক শেষ পর্যন্ত স্বীকার করেন যে, তিনি প্রক্সি হিসেবে পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন।
এ ঘটনার সময় পাভেলের ফোনে ‘সিয়াম’ নামে একজন কল করলে অপর প্রান্ত থেকে প্রশ্ন আসে, “ভর্তির কি অবস্থা ভাই?”। সিয়াম পরবর্তীতে চিহ্নিত হন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী হিসেবে।

