সাভারের আশুলিয়ায় সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে টানা দুই মাস ধরে চলছে আন্দোলন। এতে স্থবির হয়ে গেছে সাব-রেজিস্ট্রি অফিসের কাজ। জমি রেজিস্ট্রেশন বন্ধ থাকায় সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। ভোগান্তিতে পড়েছেন জমির ক্রেতা-বিক্রেতারা।
বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার সিএমবি সড়কে দলিল লেখক কল্যাণ সমিতির ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষুব্ধ দলিল লেখক ও স্থানীয়রা সাব-রেজিস্ট্রারের পদত্যাগ দাবি করেন।
আশুলিয়া দলিল লেখক কল্যাণ সমিতির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, খায়রুল বাশার পাভেল যোগদানের পর থেকেই ঘুষ ছাড়া কোনো ফাইলের কাজ এগোয় না। সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। তিনি হুঁশিয়ারি দেন, পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সমিতির সাবেক সহসভাপতি মোতালেব হোসেন অভিযোগ করেন, দলিল লেখকদের মাধ্যমে দলিল সম্পাদনের নিয়ম থাকলেও সাব-রেজিস্ট্রার নিজে পছন্দমতো ব্যক্তিকে দিয়ে কাজ করাচ্ছেন। ঘুষ ছাড়া কোনো কাজ করেন না। বেশির ভাগ দলিল বাসায় বসেই সম্পাদন করছেন। এতে অফিসের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।
রুমা আক্তার নামে এক প্রবাসীর স্ত্রী জানান, স্বামীর পাঠানো অর্থে ৩৫ লাখ টাকা দিয়ে জমি কিনে রেজিস্ট্রি করতে গেলে সাব-রেজিস্ট্রার অনুমতিপত্র দাবি করেন। অথচ আগে এর প্রয়োজন ছিল না। এমনকি তিনি সরাসরি বলেন, ১৫ লাখ টাকা দিলে কোনো কাগজ ছাড়াই রেজিস্ট্রি করে দেবেন। রুমার প্রশ্ন, টাকা দিলে যদি কাগজ ছাড়াই হয়, তবে টাকা ছাড়া কেন হবে না?
নিরালা কো-অপারেটিভ হাউসিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক নূরুল আলম অভিযোগ করেন, সমবায় অধিদপ্তরের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আশুলিয়ার বেলমা মৌজায় ৭০ শতাংশ জমি ৫ কোটি ৬০ লাখ টাকায় একটি কোম্পানির কাছে বিক্রি করা হয়। কিন্তু দলিলে মূল্য দেখানো হয় মাত্র দেড় কোটি টাকা। এতে সরকারের রাজস্ব থেকে কোটি টাকা কম পাওয়া গেছে। দলিলটি নথিভুক্ত হয় সাব-রেজিস্ট্রারের বাসায় বসেই, এক কোটি টাকা ঘুষের বিনিময়ে।
সব অভিযোগ অস্বীকার করে খায়রুল বাশার ভূঁইয়া পাভেল বলেন, “এসব অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। আমি আইনের বাইরে কোনো কাজ করি না। কারও চাপে পদত্যাগের প্রশ্নই আসে না।”
চলমান অচলাবস্থা নিয়ে জমির ক্রেতা-বিক্রেতা ও স্থানীয়রা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, দ্রুত সমাধান না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।

