পটুয়াখালীর কুয়াকাটায় প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন মেরিন ড্রাইভ সড়কটি দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক অপরিকল্পিত প্রকল্প হিসেবে চিহ্নিত হয়েছে।
গতকাল সোমবার কুয়াকাটা ডিসি পার্ক সংলগ্ন এলাকায় ধসে যাওয়া সড়কটি পরিদর্শন করেন দুদকের কর্মকর্তারা। পরিদর্শক দলের নেতৃত্ব দেন দুদকের পটুয়াখালী জেলার সহকারী পরিচালক তাপস বিশ্বাস। কুয়াকাটা সমুদ্রসৈকতের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ৪ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ১ হাজার ৩০০ মিটার দীর্ঘ মেরিন ড্রাইভটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরিদর্শনের পর তাপস বিশ্বাস বলেন, ‘এই প্রকল্পের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আমাদের কাছে জমা পড়েছে। তার ভিত্তিতে আমরা অভিযান চালিয়েছি। সরেজমিন গিয়ে দেখা গেছে, এটি একটি অপরিকল্পিত প্রকল্প। এর ৪ কোটি ৮৬ লাখ টাকার মধ্যে ১ কোটি ৭৬ লাখ টাকা ইতোমধ্যে দেওয়া হয়েছে, যা মূলত জলে ভেসে গেছে।
প্রকল্পের শুরুতেই টেকসই পরিকল্পনা নেওয়া প্রয়োজন ছিল, কিন্তু তা হয়নি। আমাদের কাছে আসা অভিযোগের যথার্থতা আমরা খুঁজে পেয়েছি। মাঠে পাওয়া তথ্যসহ রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে শিগগির জমা দেওয়া হবে। পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ পরিদর্শনকালে দুদকের উপসহকারী পরিচালক খালিদ হোসেন, কুয়াকাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

