নোয়াখালীর লক্ষ্মীপুরে রামগতি চর আব্দুল্লাহ আল মাদ্রাসাতুল জামিয়াতুল ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম আব্দুল হাকিমের বিরুদ্ধে ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। শিক্ষার্থী ও শিক্ষকরা আরও অভিযোগ করেছেন, গত দুই বছরের ব্যাংক লেনদেনে প্রায় ১১ লাখ ৮০ হাজার টাকার অস্বাভাবিকতা ধরা পড়েছে।
অভিযোগ তুলে শিক্ষার্থীরা গতকাল ক্লাস বর্জন করে মাদ্রাসার গেটে তালা মেরে মানববন্ধন করেছেন। দেওয়ালে লেখা হয়, ‘৭০ লাখ গেলো কই’।
অধ্যক্ষ এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন। তিনি বলেন, “একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে।”
তবে শিক্ষার্থীরা বলছেন, বিজ্ঞান বিভাগের আধুনিক প্রযুক্তির মালামাল ক্রয়ের নামে অধ্যক্ষ অর্থ আত্মসাত করেছেন। আইসিটি বিভাগের কোনো ক্লাস নেওয়া হয়নি। ছাত্রছাত্রীদের নাম ভাঙিয়ে উপবৃত্তির লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও করেছেন তারা।
আরবী শিক্ষক জোবায়ের আল হোসাইন জানান, “গত বছর মাদ্রাসার ব্যাংক হিসাব থেকে অধ্যক্ষ ৭০ লাখ টাকা উত্তোলন করেছেন, কোনো বিল বা ভাউচার ছাড়া। দুই বছরের লেনদেন পর্যালোচনায় আরও ১১ লাখ ৮০ হাজার টাকার অস্বাভাবিকতা ধরা পড়েছে।”
শিক্ষক আবু বকর ছিদ্দিক বলেন, “অধ্যক্ষ আয়-ব্যয়ের সঠিক তথ্য দিতে পারছেন না। ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী ৭০ লাখ টাকা তিনি আত্মসাৎ করেছেন। গত কয়েকদিন ধরে পাঠদান বন্ধ রয়েছে।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিদার হোসেন জানান, বিষয়টি তাদের কাছে এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

