বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নতুন সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। উপজেলার বুড়িমুটকি গ্রামে তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের পাশে ১ হাজার ৫২০ মিটার দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৮৫ হাজার ৪০০ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান আবু তোয়বুর রহমানকে গত বছরের ১ অক্টোবর কার্যাদেশ দেওয়া হলেও কাজটি পরে রাউজুল কারিমের কাছে বিক্রি হয়ে যায়।
সড়ক নির্মাণের কাজ চলতি বছরের ডিসেম্বরেই শেষ হওয়ার কথা। তবে প্রকল্পের মেয়াদ এখনও চার মাস বাকি থাকলেও কাজ শুরু হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, সড়কের পাশে থাকা বন বিভাগের কিছু গাছ না কাটায় সড়ক প্রশস্তকরণের কাজ করা সম্ভব হচ্ছে না। ঠিকাদারি প্রতিষ্ঠান দাবি করছে, এর দায় উপজেলা প্রশাসন ও স্থানীয় প্রকৌশল বিভাগের। ১৩০টি গাছ না কাটার কারণে কাজ শুরু হয়নি। তবে এখনো কোনো দপ্তর গাছ কাটার উদ্যোগ নেয়নি।
ঠিকাদার রাউজুল কারিম বলেন, “দেড় বছর ধরে উপজেলা প্রকৌশলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানিয়েছি। গাছ না কাটার কারণে কাজ শুরু করতে পারছি না। এতে আমি নিজেও ক্ষতিগ্রস্ত।” তেঁতুলিয়া উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান জানান, চলতি বছরের জানুয়ারিতে তিনি গাছ কাটার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বন বিভাগে চিঠি দিয়েছেন। সর্বশেষ ২৩ ফেব্রুয়ারি দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে। তবে বন বিভাগ এখনো গাছ কাটার কোনো উদ্যোগ নেয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু বলেন, “এই সড়কের গাছগুলো সামাজিক বনায়ন বিভাগের অন্তর্গত। তাই কাটার উদ্যোগ সরাসরি নেয়া যাচ্ছে না। তবে আমি উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাগাদা দিয়েছি। গাছ কাটার দায়িত্ব বন বিভাগের।” এলজিইডি পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান জানান, গাছ কাটার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই সড়ক নির্মাণকাজ শুরু হবে।

