দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজধানীর গুলশান এলাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের একটি হাসপাতাল নির্মাণ প্রকল্পে নিয়মবিরুদ্ধ প্রায় ৫০ কোটি টাকার অনিয়ম ধরা পড়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে পরিচালিত অভিযানকালে টিম সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শন করেন। দেখা যায়, নির্মাণাধীন দুটি ভবনের মধ্যে একটি দুইতলা এবং একটি চারতলা ভবন দীর্ঘদিন ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে আছে। প্রকল্পের অগ্রগতি, অর্থ ব্যয় এবং প্রশাসনিক অনুমোদনের তথ্য যাচাই করতে পরবর্তীতে দুদক টিম প্রবাসী কল্যাণ ভবনে উপস্থিত হন। তবে তখন সংশ্লিষ্ট কর্মকর্তারা ঢাকার বাইরে থাকার কারণে সরাসরি দেখা সম্ভব হয়নি।
দুদক টিম মোবাইল ফোনের মাধ্যমে প্রকল্প পরিচালক ও প্রশাসনিক পরিচালককে রেকর্ডপত্র সরবরাহের জন্য অনুরোধ করে। প্রাপ্ত তথ্য এবং প্রকল্প সংশ্লিষ্টদের বক্তব্য যাচাই করে বিস্তারিত প্রতিবেদন কমিশনের নিকট দাখিল করা হবে।
অভিযোগ সূত্রে জানা গেছে, রাজধানীর গুলশানের উত্তর বারিধারায় আট বিঘা জমিতে প্রথমে প্রবাসীদের জন্য কিডনি হাসপাতাল ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান নির্মাণের পরিকল্পনা ছিল। পরে হাউজিং প্রকল্পে স্থানান্তরিত হওয়া এই প্রকল্পে আড়াই দশক ধরে সাড়ে ২৭ কোটি টাকা ব্যয় হলেও কোনো কার্যকরী স্থাপনা হয়নি।
এরপর অন্তর্বর্তী সরকারের সময়ে প্রায় ৫০ কোটি টাকায় ২০ শয্যার হাসপাতাল নির্মাণ শুরু হয়। কিন্তু বোর্ডের আইন ও মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে একটি কোম্পানি গঠন করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই তৎপরতা প্রবাসীদের বিনিয়োগের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ব্যর্থ এবং সরকারি সেবাধর্মী প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত জটিলতা আরও বাড়াচ্ছে।
দুদকের এই অভিযান প্রমাণ করে, প্রবাসী কল্যাণ প্রকল্পে অব্যবস্থাপনা ও অনিয়ম দীর্ঘদিন ধরে চলছিল, যা দ্রুত সমাধানের দাবি রাখে।

