অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে রবি আজিয়াটা লিমিটেডের সাবেক নেটওয়ার্ক বিশেষজ্ঞ মো. রাকিবুল হাসানের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এই মামলার অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের প্রতিবেদনের সূত্রে জানা গেছে, রাকিবুল হাসান ২০২১ সালের সেপ্টেম্বরে দাখিল করা সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন। যাচাই-বাছাইয়ের পর প্রাথমিকভাবে দেখা গেছে, তিনি ৩৩ লাখ ৫৯ হাজার ১২১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং ৩ কোটি ২৩ লাখ ৫৭ হাজার ৪৯০ টাকা মূল্যের সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন।
তার বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ২০০৪ সালের ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে।
এই মামলার মাধ্যমে দুদক দেশের সরকারি ও বেসরকারি খাতের কর্মকর্তাদের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

