ভোলায় ডাচ-বাংলা ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং সেবার বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। মেসার্স রাহাত এন্টারপ্রাইজ নামে ওই এজেন্ট ব্যাংকিংয়ের মালিক ও ম্যানেজার প্রায় ৬০ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন বলে অভিযোগ করেছে গ্রাহকরা।
রোববার (২ নভেম্বর) দুপুরে ভোলা সদর রোডে ডাচ-বাংলা ব্যাংকের জেলা শাখার সামনে টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেন অর্ধশতাধিক ভুক্তভোগী।
গ্রাহকরা জানান, ডাচ-বাংলা ব্যাংকের ভোলা জেলা শাখার অধীনে বরিশালের মেহেন্দীগঞ্জের মাঝকাজি বাজারে এজেন্ট ব্যাংকিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল মেসার্স রাহাত এন্টারপ্রাইজকে। গ্রাহকরা বিশ্বাস করে সেখানে তাদের কষ্টার্জিত টাকা জমা রাখেন।
কিন্তু গত ৮ জুলাই থেকে প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর মো. ইব্রাহীম জব্বার ও ম্যানেজার মো. ফাহাদ হোসেন মিনহাজ উধাও হয়ে যান। তাদের সঙ্গে উধাও হয় প্রায় ৬০ লাখ টাকা। এরপর থেকে এজেন্ট ব্যাংকের সব কার্যক্রম বন্ধ রয়েছে।
ভুক্তভোগী গ্রাহকরা দ্রুত সময়ের মধ্যে তাদের জমাকৃত টাকা ফেরতের দাবি জানিয়েছেন।

