দেশের টেলিযোগাযোগ খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে এগিয়ে এসেছে দুই শীর্ষ মোবাইল অপারেটর কোম্পানি- গ্রামীণফোন লিমিটেড ও রবি আজিয়াটা পিএলসি। সম্প্রতি এই দুই বহুজাতিক কোম্পানি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর কাছে অতিরিক্ত স্পেকট্রাম অধিগ্রহণের প্রথম কিস্তি পরিশোধ করেছে। যা দেশের ইন্টারনেট সেবায় গতি আনার পাশাপাশি নেটওয়ার্ক উন্নয়নেও নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে জানা গেছে, গ্রামীণফোন ২৬০০ মেগাহার্টজ ব্যান্ড থেকে ২০ মেগাহার্টজ অতিরিক্ত স্পেকট্রাম ক্রয়ের জন্য প্রথম কিস্তির অর্থ পরিশোধ করেছে। গ্রামীণফোনের এ উদ্যোগ দেশের মোবাইল ইন্টারনেটের মানোন্নয়ন এবং এলটিই নেটওয়ার্কের বিস্তৃত কভারেজ নিশ্চিত করবে। গ্রাহককেন্দ্রিক কোম্পানি হিসেবে উন্নত সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণফোন চার বছরের মধ্যে চারটি কিস্তিতে বিটিআরসি-কে সম্পূর্ণ অর্থ প্রদান করবে।
অন্যদিকে, রবি আজিয়াটাও ২ দশমিক ৬ গিগাহার্টজ ব্যান্ডে ২০ মেগাহার্টজ অতিরিক্ত স্পেকট্রাম অধিগ্রহণে এগিয়ে এসেছে। এর মাধ্যমে রবি তার নেটওয়ার্কের ক্ষমতা বাড়াতে এবং গ্রাহকদের দ্রুতগতির ইন্টারনেট সেবা দিতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। দুই কোম্পানির এই যৌথ উদ্যোগের ফলে মোট ৪০ মেগাহার্টজ অতিরিক্ত স্পেকট্রাম চালু হবে। যা ২০২৫ সালের ১ জুলাই থেকে ব্যবহারের জন্য প্রস্তুত থাকবে।
বিটিআরসি কর্তৃক নির্ধারিত এই অর্থ পরিশোধের মাধ্যমে দেশীয় টেলিযোগাযোগ খাতে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে গ্রামীণফোন ও রবি। যা ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে এগিয়ে যেতে প্রযুক্তিগত দিক থেকে সহায়ক ভূমিকা পালন করবে। বিশেষজ্ঞরা বলছেন, স্পেকট্রাম অধিগ্রহণের এই উদ্যোগ বাংলাদেশের মোবাইল ইন্টারনেট সেবায় নতুন গতি আনতে পারে এবং এটি গ্রাহকদের নেটওয়ার্ক কাভারেজের মান উন্নত করবে।