আজ (১৩ নভেম্বর) বুধবার ডিএসইর লেনদেন শুরু হবার দুই ঘণ্টা পর প্রায় দুপর ১২টা পূর্ব মুহূর্ত পর্যন্ত ডিএসইর প্রধান সূচক- ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ৫৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ৫ হাজার ৩০৪ পয়েন্টে এমনটাই তথ্য পাওয়া যায়।
চলতি সপ্তাহের ৪র্থ কার্যদিবসে লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় প্রধান সূচক বৃদ্ধি পেয়েছে ৬ পয়েন্ট। এ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এমনটাই তথ্য দিয়ে জানায়- ডিএসই।
ডিএসইতে মোট ১৯২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হবার মধ্য দিয়ে কোম্পানিগুলোর মধ্যে দাম বৃদ্ধি পেয়েছে ১৫০টির। দাম কমেছে ১৭২টির পাশাপাশি অপরিবর্তিত অবস্থায় রয়েছে ৬৪ কোম্পানির শেয়ারদর।
প্রধান সূচকের সাথে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ দশমিক ১৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে আর ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৬৮ পয়েন্ট হ্রাস পেয়ে যথাক্রমে অবস্থান করছে ১১৮৩ ও ১৯৬৭ পয়েন্টে।