আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে বর্ধিত যাত্রী চাহিদা মোকাবেলা করতে এমিরেটস আগামী ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত মধ্যপ্রাচ্য এবং গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি) অঞ্চলের জন্য অতিরিক্ত ১৭টি ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। এ সময়ে বিশেষত জেদ্দা, কুয়েত, দাম্মাম এবং আম্মান থেকে অতিরিক্ত ফ্লাইট চালানো হবে।
চলতি ঈদের ছুটিতে এমিরেটসের মাধ্যমে মধ্যপ্রাচ্য অঞ্চলে মোট ৩৭১,০০০ এর বেশি যাত্রী ভ্রমণ করবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে আম্মান এবং আম্মান থেকে ৬টি, দাম্মাম এবং দাম্মাম থেকে ৫টি অতিরিক্ত ফ্লাইট পরিচালিত হবে। পাশাপাশি জেদ্দা থেকে ৬টি এবং কুয়েত থেকে দুটি অতিরিক্ত ফ্লাইট দেওয়া হবে।
ঈদের বিশেষ উপলক্ষে এমিরেটস কিছু নির্দিষ্ট ফ্লাইটে যাত্রীদের জন্য বিশেষ ঈদ মেন্যু অফার করবে। এ মেন্যুর মধ্যে থাকবে জনপ্রিয় চিকেন মাতফি, প্রন মাতফি, চিকেন মাতলুবেহ, মিক্সড গ্রীল (যেমন চিকেন শীষটাউক ও ল্যাম্ব কোপতা), হালুয়া ব্রাউনি, পেজতা কেকসহ অন্যান্য সুস্বাদু খাবার।
এছাড়া ঈদের ছুটিতে ভ্রমণকারী যাত্রীরা এমিরেটসের ইনফ্লাইট বিনোদন ব্যবস্থার মাধ্যমে ৬ হাজারেরও বেশি চ্যানেলের বৈচিত্র্যময় কনটেন্ট উপভোগ করতে পারবেন। এতে ৮০টি আরবি ভাষার পাশাপাশি ২ হাজারেরও বেশি আন্তর্জাতিক মুভি অন্তর্ভুক্ত রয়েছে যা যাত্রীদের জন্য আনন্দের উপায় হিসেবে কাজ করবে।
এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে। এই এয়ারলাইনটি মধ্যপ্রাচ্য এবং জিসিসি দেশগুলোর ভ্রমণের জন্য দুবাইয়ের মাধ্যমে সুবিধাজনক সংযোগও প্রদান করছে।