বিদেশে কর্মরত বাংলাদেশিদের জন্য বড় সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে তারা শুধু নির্দিষ্ট কয়েকটি নয়, বরং সব ধরনের বৈদেশিক মুদ্রায় ব্যাংক হিসাব খুলতে পারবেন। একই সঙ্গে এসব হিসাবে জমাকৃত অর্থের ওপর আগের মতো নির্ধারিত সুদের হার আর বাধ্যতামূলক নয়। সুদের হার নির্ধারণ করা হবে ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক চুক্তির ভিত্তিতে।
সোমবার (১৪ এপ্রিল) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, এতদিন পর্যন্ত শুধুমাত্র অনুমোদিত চারটি বৈদেশিক মুদ্রা—মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড, ইউরো ও জাপানি ইয়েনে হিসাব খোলার সুযোগ ছিল প্রবাসীদের জন্য। তবে নতুন নীতিমালা অনুযায়ী, অনুমোদিত মুদ্রার পাশাপাশি এখন থেকে ব্যবহারযোগ্য সব বৈদেশিক মুদ্রায়ও হিসাব খোলা যাবে। এই সিদ্ধান্তে প্রবাসীদের অর্থ দেশে পাঠানোর আগ্রহ বাড়বে এবং সামগ্রিকভাবে বৈদেশিক মুদ্রার প্রবাহেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, প্রবাসীরা এখন থেকে প্রাইভেট ফরেন কারেন্সি (পিএফসি) হিসাব এবং নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (এনএফসিডি) হিসাব খুলতে পারবেন শুধুমাত্র অনুমোদিত নয় ব্যবহারযোগ্য অন্যান্য বিদেশি মুদ্রাতেও। পাশাপাশি এসব হিসাবে আগে নির্ধারিত সুদের হার যেভাবে বেঁধে দেওয়া ছিল তা এখন থেকে আর প্রযোজ্য হবে না। এখন থেকে ব্যাংকগুলো বাজার পরিস্থিতি ও গ্রাহকের সঙ্গে আলোচনার ভিত্তিতে সুদের হার নির্ধারণ করতে পারবে।
বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ প্রবাসীদের অর্থ দেশে পাঠানোর ক্ষেত্রে নতুন গতি আনবে। একই সঙ্গে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর হার বাড়বে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভেও তা সহায়ক হবে।