ব্লুমবার্গের টেকসইতা তালিকায় এবার ১১টি বাংলাদেশি প্রতিষ্ঠান স্থান পেয়েছে। এই তালিকায় অন্তর্ভুক্তি নির্ধারণ করা হয়েছে পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) মানদণ্ড অনুযায়ী। গত বছরের তুলনায় এক প্রতিষ্ঠান বেশি।
শীর্ষে রয়েছে ব্র্যাক ব্যাংক, আইডিএলসি ফিন্যান্স এবং সিটি ব্যাংক। তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছে সিটি ব্যাংক। তবে গতবারের তালিকায় থাকা ম্যারিকো বাংলাদেশ এবার বাদ পড়েছে। ইএসজি রেটিং হলো কোম্পানি ব্যবসায় পরিবেশ, সমাজ ও সুশাসনের বিষয়ে কতটা দায়বদ্ধ, তা পরিমাপের একটি পদ্ধতি। শীর্ষ ১১ প্রতিষ্ঠানের সবই পুঁজিবাজারে তালিকাভুক্ত। বিদেশি বিনিয়োগকারীরা পুঁজি খাটানোর সময় এই রেটিং গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন।
ব্লুমবার্গের এ বছরের রিপোর্ট অনুযায়ী, গড়ে ৩.৮০ স্কোর নিয়ে শীর্ষে উঠেছে ব্র্যাক ব্যাংক। গত বছর এটি ছিল দ্বিতীয় অবস্থানে। আইডিএলসি ফিন্যান্স গত বছর প্রথম থাকলেও এবার ৩.৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে। প্রথমবারের তালিকাভুক্ত সিটি ব্যাংক ২.৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয়। গ্রামীণ ফোন ১.৮০ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে, যা গত বছরের তৃতীয় থেকে নামল।
লাফার্জ হোলসিম বাংলাদেশ ১.৯১ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে উঠে এসেছে, গত বছর ছিল ষষ্ঠ। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ১.৪৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ। বিএসআরএম স্টিল ১.৪১ পয়েন্ট নিয়ে সপ্তম, যা গত বছরের দশম অবস্থান থেকে উন্নতি। মোবিল যমুনা বাংলাদেশ ১.৩২ পয়েন্ট নিয়ে অষ্টম, স্কয়ার ফার্মা ১.০৫ পয়েন্ট নিয়ে নবম। ওয়ালটন বিডি ০.৯৭ পয়েন্ট নিয়ে ১০ম অবস্থানে নেমেছে। একই স্কোরে মার্কেন্টাইল ব্যাংক প্রথমবারের তালিকায় ১১তম অবস্থান পেয়েছে।

