প্রবাসীদের পাঠানো অর্থনীতির অক্সিজেন—রেমিট্যান্সে আবারও দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতা। চলতি আগস্ট মাসের প্রথম ২৭ দিনেই বাংলাদেশে এসেছে ২০৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। গড়ে প্রতিদিন দেশে প্রবাহিত হয়েছে প্রায় ৭ কোটি ৭৩ লাখ ডলার।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) এই তথ্য দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৯৭ কোটি ১০ লাখ ডলার। তুলনামূলক হিসাবে এক বছরে প্রবাহ বেড়েছে প্রায় ৫ দশমিক ৯০ শতাংশ।
শুধু একদিনের হিসাবেও রয়েছে উল্লেখযোগ্য প্রবাহ। ২৭ আগস্ট একদিনেই দেশে এসেছে ৮ কোটি ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৭ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৪৫৬ কোটি ৫০ লাখ ডলার। যা আগের বছরের তুলনায় ১৭ দশমিক ৫০ শতাংশ বেশি।
গত জুলাই মাসেই দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
-
রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার,
-
বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২২ কোটি ৯২ লাখ ২০ হাজার ডলার,
-
বেসরকারি ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ ১৬৮ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার,
-
বিদেশি খাতের ব্যাংকগুলো থেকে এসেছে ১ কোটি ১৩ লাখ ডলার।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপের মুখে থাকা এই সময়ে রেমিট্যান্সের ধারাবাহিক প্রবাহ অর্থনীতিতে কিছুটা স্বস্তি এনেছে। বিশেষজ্ঞদের মতে, প্রবাসীদের আস্থা ধরে রাখা গেলে এবং হুন্ডির বদলে বৈধ চ্যানেলকে আরও আকর্ষণীয় করা গেলে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে।

