যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে শুল্ক নিয়ে টানাপোড়েন চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর পাল্টা শাস্তিমূলক শুল্ক হিসেবে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। তবে এসব পদক্ষেপ উপেক্ষা করে ভারত আগামী সেপ্টেম্বর রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি বাড়াতে চলেছে।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার তেল সরবরাহ কমে যায়। সেই সুযোগে ভারত সস্তায় রুশ অপরিশোধিত তেল কিনতে শুরু করে এবং রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা হয়ে ওঠে।
মার্কিন প্রশাসন অভিযোগ করেছে, ভারত সস্তা রুশ তেল থেকে অতিরিক্ত মুনাফা করছে। শাস্তি হিসেবে ট্রাম্প ভারত থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করেছেন। গত ২৭ আগস্ট থেকে ৫০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে।
ভারত জানিয়েছে, তারা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকসহ অন্যান্য কূটনৈতিক সফরেও ব্যস্ত রয়েছেন। তবে মার্কিন অভিযোগের পরও ভারত রাশিয়া থেকে তেল আমদানি বাড়ানোর পরিকল্পনা করছে।
তেল সম্পর্কিত তিনটি সূত্র জানিয়েছে, সেপ্টেম্বর মাসে ভারতের পরিশোধনকারীরা রাশিয়া থেকে তেল আমদানি ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে পারে। এর পরিমাণ দৈনিক দেড় থেকে তিন লাখ ব্যারেলের সমান।
বর্তমানে ভারতের মোট তেল চাহিদার ৪০ শতাংশ রাশিয়ার অপরিশোধিত তেল দিয়ে পূরণ হয়। চীন ও তুরস্ক রাশিয়ার তেলের অন্য দুই শীর্ষ ক্রেতা। ভারত পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতি নিয়েও তীব্র সমালোচনা করছে, কারণ তারা এখনো রাশিয়া থেকে বিপুল পরিমাণ পণ্য কিনছে।

