চট্টগ্রাম বন্দরের ইতিহাসে নতুন এক মাইলফলক স্থাপন করেছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)। নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এক দিনে রেকর্ড সংখ্যক কনটেইনার হ্যান্ডলিং করেছে প্রতিষ্ঠানটি।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিডিডিএল মোট ৫ হাজার ১৯ টিইইউস (কনটেইনারের মাপের একক) হ্যান্ডলিং করেছে। এর মধ্যে আমদানি কনটেইনার ছিল ২ হাজার ১০১ এবং রফতানি কনটেইনার ২ হাজার ৯১৮।ত ৭ জুলাই থেকে এনসিটি-২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থ পরিচালনার দায়িত্ব নিয়েছে সিডিডিএল। কর্মকর্তারা জানান, জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, এপ্রাইজমেন্ট, সিঅ্যন্ডএফ শেড ও গেটে দক্ষ ব্যবস্থাপনার কারণে কনটেইনার হ্যান্ডলিংয়ে উল্লেখযোগ্য গতি এসেছে।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বণিক বলেন, “সিডিডিএলের এ অগ্রগতি দেশের আমদানি-রফতানি কার্যক্রমকে আরও গতিশীল করছে। একই সঙ্গে এটি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে।”

