বাংলাদেশ ব্যাংক গেটস ফাউন্ডেশনের সহায়তায় নতুন একটি ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে। আজ সোমবার রাজধানীর একটি হোটেলে ‘স্টেকহোল্ডার ডিসকাশন অন ইন্টারঅপারেবল পেমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক সভায় এ তথ্য জানান গভর্নর আহসান এইচ মনসুর।
গভর্নর বলেন, নতুন এই সিস্টেম চালু হলে দেশের যেকোনো স্থান থেকে, যেকোনো সময় লেনদেন করা যাবে। মোবাইল অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, নন-ব্যাংক অ্যাকাউন্ট বা ইনস্টিটিউশনাল অ্যাকাউন্ট—যেকোনো মাধ্যম থেকে সরাসরি অন্য অ্যাকাউন্টে টাকা বা পণ্য ও সেবার মূল্য দেওয়া সম্ভব হবে। তিনি জানান, এর আগে এ ধরনের উদ্যোগ নেওয়া হলেও সফল হয়নি। তবে এবার গেটস ফাউন্ডেশন ও মোজালু ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ সক্ষমতা কাজে লাগিয়ে দ্রুতই কার্যকর সিস্টেম চালু করা সম্ভব হবে। গভর্নর বলেন, পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশে এ ধরনের সিস্টেম চালু হয়েছে এবং অভিজ্ঞতা অত্যন্ত ইতিবাচক। সেসব অভিজ্ঞতা বাংলাদেশেও প্রয়োগ করা হবে।
বর্তমানে দেশে বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ওয়ালেট ও ইন্টারনেট ব্যাংকিং সেবা থাকলেও সেগুলো একীভূত নয় বলে উল্লেখ করেন তিনি। তার ভাষায়, “আমরা চাই একটি ইউনিফাইড ন্যাশনাল পেমেন্ট সিস্টেম, যার মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানে অর্থ লেনদেন ইনস্ট্যান্টলি করা যাবে। এটি ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে।”
তিনি আরও জানান, শুধু নগদ অর্থ ব্যবস্থাপনায় প্রতিবছর প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হয়। পাশাপাশি নগদ অর্থ ব্যবহার করে বিভিন্ন অনৈতিক ও বেআইনি কার্যক্রম ঘটে। নতুন সিস্টেম চালু হলে দুর্নীতি, ছিনতাই ও অবৈধ লেনদেন কমবে, রাজস্ব বাড়বে এবং জননিরাপত্তা জোরদার হবে।

