বিশ্বের সর্ববৃহৎ হালাল পণ্য ও সেবা প্রদর্শনী মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস ২০২৫-এ অংশ নিয়েছে রিমার্ক এইচবি লিমিটেড। বাংলাদেশের পণ্য প্রদর্শন দেখে হাইকমিশন মালয়েশিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মত শাহানারা মনিকা ও রপ্তানি উন্নয়ন ব্যুরো মহাপরিচালক-১ বেবী রাণী কর্মকার প্রশংসায় ভাসিয়েছেন।
গত ১৭ সেপ্টেম্বর সকালে মেলার উদ্বোধনী দিনে বাংলাদেশের প্যাভিলিয়নে রিমার্কের পণ্যের মান ও প্যাকেজিং দেখে তারা সন্তোষ প্রকাশ করেন। দেশের প্রথম হালাল স্কিন কেয়ার ও কসমেটিকস প্রস্তুতকারক হিসেবে রিমার্ক এই প্রদর্শনীর মাধ্যমে ১০০ বিলিয়ন ডলারের গ্লোবাল হালাল ইন্ডাস্ট্রিতে অংশ নিয়েছে। রিমার্কের লিলি, নিওর, সিওডিল, হারল্যান, স্কিনমিন্ট, অরিক্স, ক্যাভোটিন, একনল, ডার্মাইউসহ ব্র্যান্ডের দুই শতাধিক হালাল সার্টিফাইড পণ্য মেলায় উপস্থাপন করা হচ্ছে।
হালাল শোকেসে বাংলাদেশ এবার চতুর্থবারের মতো অংশগ্রহণ করেছে। রিমার্ক ছাড়াও খাদ্য, জামদানি, হস্তশিল্প, পাটজাত, সিরামিক, লেদার ও স্কিন কেয়ার সামগ্রীসহ বাংলাদেশের মোট ৭টি বুথ এই প্রদর্শনীতে জায়গা পেয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের পণ্য ও পর্যটনকে আন্তর্জাতিক বাজারে পরিচিত করা হচ্ছে।
রিমার্কের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিট (আইবিইউ)-এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রাশেদুল ইসলাম বলেন, “রিমার্ক এলএলসি ইউএসএ, দক্ষিণ এশিয়া বিজনেস ইউনিট-রিমার্ক এইচবি লিমিটেড এবং দক্ষিণ-পূর্ব এশিয়া বিজনেস ইউনিট-হারল্যান নিউইয়র্ক কোম্পানি লিমিটেড, থাইল্যান্ড যৌথভাবে অংশ নিয়েছে। উদ্বোধনী দিনে আমাদের পণ্যের প্রতি আন্তর্জাতিক ক্রেতাদের আগ্রহ লক্ষ্য করেছি। আশা করছি, মেলা থেকে রপ্তানির বড় সুযোগ সৃষ্টি হবে।”
তিনি আরও বলেন, “আমাদের ব্র্যান্ডগুলো সব স্তরের ভোক্তাদের আস্থা অর্জন করেছে। প্রদর্শনীর মাধ্যমে বিশ্বব্যাপী এই আস্থা ছড়িয়ে দিতে চাই। হালাল কসমেটিকসের বিশ্বব্যাপী চাহিদা ক্রমশ বাড়ছে। শুধু মুসলিম নয়, নিরাপদ ও নৈতিক গুণাবলির কারণে অমুসলিম মধ্যেও এটি জনপ্রিয়। প্রতি বছর হালাল পণ্যের বিশ্ববাজার ৮% হারে বৃদ্ধি পাচ্ছে।”
রাশেদুল ইসলাম জানান, থাইল্যান্ডের বাজারে ইতোমধ্যে রপ্তানি শুরু হয়েছে। প্রদর্শনী থেকে আন্তর্জাতিক বাজারে রিমার্কের পণ্য রপ্তানির আরও বড় সুযোগ তৈরি হবে। এবারের কসমোপ্রফ থেকে নতুন রপ্তানি আদেশ বাংলাদেশে কসমেটিকস উৎপাদনের একটি নতুন মাইলফলক হবে। এছাড়া হালাল সার্টিফাইড ত্বক সুরক্ষা পণ্যও বিশ্ব দরবারে উপস্থাপন করা হবে। রিমার্ক বর্তমানে সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া এবং আজারবাইজানে কার্যক্রম চালাচ্ছে। প্রতিষ্ঠানটি গুণগতমান, বৈজ্ঞানিক গবেষণা ও সাশ্রয়ী মূল্যকে অগ্রাধিকার দিয়ে দক্ষিণ এশিয়ায় কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্যের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।
মালয়েশিয়া বহুমুখী বাণিজ্য উন্নয়ন করপোরেশন (ম্যাট্রেড) জানিয়েছে, মিহাস ২০২৫-এ ৮০টি দেশ, ১০১৯টি কোম্পানি এবং ২,৩৮০টি বুথ অংশগ্রহণ করেছে। এবার আয়োজনের জন্য প্রায় ৪৫,০০০ দর্শনার্থী আশা করা হচ্ছে। প্রদর্শনীর পাশাপাশি বিশেষ ক্রয় মিশন, নলেজ হাব সেমিনার, পুরস্কার বিতরণী ও ব্যবসায়িক সংলাপের সুযোগ রয়েছে। এটি শুধু একটি প্রদর্শনী নয়, বরং বৈশ্বিক হালাল শিল্পে মান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অংশীদারিত্বের প্রতিশ্রুতি প্রদর্শন। উল্লেখ্য, ২০২৪ সালে মিহাস ৪.৩ বিলিয়ন রিঙ্গিত বিক্রি রেকর্ড করেছিল।