বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা ও শিল্পের জ্বালানি পরিস্থিতি উন্নতি পায়নি। তিনি জানান, বেসরকারি খাতের ব্যবসায় সরকারের নজর কম থাকায় ব্যবসায়ীরা ভুগছেন।
দেশের অর্থনীতি কয়েক বছর ধরে খারাপের দিকে এগোচ্ছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আশা ছিল, ব্যবসায়ী ও উদ্যোক্তারা নতুন সরকারের মনোযোগ পাবেন। পরিবেশ ব্যবসাবান্ধব হবে। এতে সার্বিক অর্থনীতি গতি পাবে এবং জিডিপি প্রবৃদ্ধি বাড়বে।
তবে বাস্তবতা ভিন্ন। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৩.৯৭ শতাংশ। এর আগের বছর প্রবৃদ্ধি ছিল ৪.২২ শতাংশ। শুধু জিডিপি নয়, সরকারি-বেসরকারি বিনিয়োগও কমেছে। বিদায়ি অর্থবছরে জিডিপির ২২.৪৮ শতাংশ বেসরকারি বিনিয়োগ হয়েছে। এর আগের অর্থবছরে যা ছিল ২৩.৫১ শতাংশ। এ ছাড়া ব্যবসা-বাণিজ্যের শ্লথতার কারণে রাজস্ব আদায়ও লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৭০ হাজার কোটি টাকা কম হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, এটি ব্যবসা মন্দারই ফল।
এ বিষয়ে আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, ‘বর্তমান সরকারের প্রতি সবার অনেক আশা ছিল কিন্তু আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও শিল্পের জ্বালানি পরিস্থিতি উন্নতি পায়নি। বরং বেসরকারি খাতের ব্যবসায় সরকারের নজর কম। এ কারণে ব্যবসায়ীরা ভুগছেন। বেসরকারি খাতে আস্থার ঘাটতি থাকায় অর্থনৈতিক প্রবৃদ্ধিও পিছিয়ে আছে।’